Friday, 18 December 2020

খুব সহজে ফেসবুক আইডি নাম্বার বের করুন কোন ওয়েবসাইটের উপর নির্ভর না করেই।



আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন, কারণ আমাদের এই সাইটে র সাথে থাকলে সবাই ভালো থাকে।

আপনার অনেকেই ফেসবুক আইডির আইডি নাম্বার বের করতে চান। আপনারা হয়তো আপনাদের ফেসবুক আইডির আইডি নাম্বার বের করতে বিভিন্ন রকম ওয়েবসাইটের উপর নির্ভর করেন। কিন্তু আজ আমি আপনাদের শিখাব কোন ওয়েবসাইটের উপর নির্ভর না করে খুব সহজে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অথবা আপনার ফেসবুক আইডির আইডি নাম্বার বের করবেন।
হয়তো ভাবতেছেন এটা কেন লাগে। আপনারা অনেকেই ফেসবুক আইডি কার্ড বিভিন্ন ওয়েবসাইট থেকে বানাতে চান কিন্তু সেখানে আপনাদের ফেসবুক আইডি নাম্বার টি ব্যবহার করতে হয় সেই জায়গাতে ফেসবুক আইডি নাম্বারট লাগে।
তো চলুন কিভাবে ফেসবুক আইডি নাম্বারটি বের করতে হয় আমরা শিখি প্রথমে আমরা আমাদের ফোনে যে কোন একটি ব্রাউজার ওপেন করব ওপেন করে এম বেসিক ডট ফেইসবুক ডট কম কবে যাব এরপর আমাদের যদি ওয়েব ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তাহলে ভাল আর যদি লগইন করা না থাকে তাহলে আমাদের লগইন করতে করে নিতে হবে।


 লগইন করা শেষে আপনারা প্রোফাইল এ ক্লিক করুন ।




তা রপর প্রোফাইল পেজ টি আসলে যেকোনো একটি পোস্ট এর ফুল স্টোরি তে ক্লিক করুন 


এরপর যে পেজটি আসবে সে পেজের লিংক টা কপি করুন।
এরপর যেকোনো একটি কোডইডিটর বা টেক্সট এডিটর অ্যাপ ওপেন করে কপি করা লিংকটি পেস্ট করে দিন।

ছবিতে দেখতে পাচ্ছেন আমি একটি নাম্বার কপি করেছি যে নাম্বার এর আগে id= আছে। আপনি id= থেকে & এর আগে পর্যন্ত কপি করে নিন
তারপর আবার যেকোনো একটি ব্রাউজার এ গিয়ে http://mbasic.facebook.com/profile.php? লিখুন। তারপর কপি করা অংশ শেষে পেস্ট করে দিন এবং go যে ক্লিক করুন।


দেখতে পাবেন সাথে সাথে আপনার প্রোফাইল দেখাচ্ছে আর এই সংখ্যা টি হলো আপনার ফেসবুক আইডি নাম্বার।
তো আজ এই পর্যন্তই।
আমাদের নতুন নতুন বিভিন্ন রকম পোস্ট পেতে, পোষ্টের নিচে ফলোয়ার অপশন এ গিয়ে ফলোতে ক্লিক করুন এবং তারপর যে পেজ আসবে তাতে Yes এ ক্লিক করুন এবং প্রতিদিন নিশ্চয় আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
কোন প্রকার সমস্যা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।

Load comments