Friday, 27 November 2020

আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য একটি নতুন ধরনের পয়েন্ট প্লাগিন ডাউনলোড করে নিন [ পার্ট 1 ]



প্রথমে নিচে থেকে plugin টি ডাউনলোড করে নিন।



এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেলের এর প্লাগিনে পেজে গিয়ে আপলোড করে দিন এই প্লাগইনটি। 
তারপর একটিভ করে দিন।

একটিভ প্লাগিন করা শেষে মেনু আইকন এ ক্লিক করুন এবং সবার নিচে আপনি Wordpoints লেখা দেখতে পাবেন। তার উপর ক্লিক করুন এখন আপনি Points types এর উপর ক্লিক করুন।
তারপর একটি পেজ আসবে সেই পেজে Name এর জায়গায় Balance লিখুন এবং Save এ ক্লিক করুন


তারপর নিচের ছবিতে দাগানো জায়গায় ক্লিক করুন।

নিচের ছবির মত পূরন করুন এবং প্রতি পোস্টের জন্য যত পয়েন্টে দিবেন সেটি পয়েন্টে দিয়ে দিন।  তারপর সেভ করে দিন।

পয়েন্ট দেখাতে নিচে দেখানো কোডটি যে কোন পেজে পেস্ট করে দিন।


আজকে পর্যন্ত পরবর্তী পোস্টের দেখাবো কোথা থেকে পয়েন্ট ঠিক করা যাবে।

আরো বিভিন্ন রকমের নতুন নতুন ট্রিক পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

Load comments