Sunday, 15 November 2020

ফ্রী হোস্টিং এ এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন।



আজকের এই পোস্টে আপনাদের স্বাগতম। আজ আপনাদের শেখাব কিভাবে ফ্রি হোস্টিং এ এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আসুন শেখা যাক।
প্রথমে আপনারা সবাই সিপেনেলে লগইন করে নিন। তারপর Softaculous Apps Installer খুঁজে বের করে তার উপর ক্লিক করুন।

এরপর নিচের ছবির মতো পেজ আসবে। তাতে WordPress এর উপর ক্লিক করুন।

এখন Install Now এ ক্লিক করুন ।

এরপর আপনার সামনে একটা ফম আসবে এবং সেটা পূরণ করতে হবে। নিচের ছবি গুলো দেখে পুুুরণ করুন।



পূরণ করে Install এ ক্লিক করুন

এবার নিচের ছবি দেখুন।

স্বাগতম আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখে ফেলছেন আর ইনস্টল ও করে ফেলেছে নিশ্চয়।
আজ আর নয়। আবার নতুন পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।

Load comments