Friday, 11 September 2020

Jannah Primium WordPress Theme ডাউনলোড করে নিন ফ্রিতে।

 


 আসসালামুয়ালাইকুম। 

সবাই কেমন আছেন? আপনার জন্য আমি ৫৯$ এর একটি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে হাজির হয়েছি আজ।

আপনাদের এই থিম কিনতে বলছি না কিন্তু। এই থিম আমি আপনাদের ফ্রিতে দেব। 

থিম টা ডাউনলোড করার আগে ডেমো দেখবেন না???

চলুন আগে ডেমো দেখে নিন।

ডেমো ১:   jannah.tielabs.com

ডেমো ২: Wikibn.com

আশা করি সবার ভালো লেগেছে।

আপনারা ডেমো ১ এ গিয়ে আরও অনেক ডেমো দেখতে পাবেন।

আমি আপনাদের কিছু ছবি ও দেখিয়ে দিই:----


 


এই থিম টা শুধু ডাউনলোড করে ইন্সটল করলেই হবে না, কারন এই থিমের সাথে কিছু প্লাগিন ও ইনস্টল করা লাগবে।

আমি এই থিম টার ও প্লাগিনগুলোর সুরক্ষার জন্য পাসওয়ার্ড সেট করে দিয়েছি। 

আগে থিমটা ডাউনলোড করে নিন।

থিম ডাউনলোড


থিম ডাউনলোড করার আগে পাসওয়ার্ড এর ফাইল ডাউনলোড করে নিন।

Password Download---

 

এখন থিমটা ডাউনলোড করে পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে নতুন করে জিপ করে এডমিন প্যানেলে গিয়ে থিমটা আপলোড করবেন।

Theme Download---


Theme Download

 

 

প্লাগিন ডাউনলোড

আসুন এবারে প্লাগিনগুলো ডাউনলোড করা যাক। 

 

Download
 
 

প্লাগিনটার জিপ ফাইল ডাউনলোড করে আনজিপ করুন। তারপর অনেক গুলো প্লাগিন পাবেন। প্লাগিনগুলো আপলোড করা শেষে ইনস্টল করে নিন।

কাজ শেষ। এখন শুধু আপনার ওয়ার্ডপ্রেস সাইটৈ পোস্ট করুন। এই থিম ব্যবহার করলে নিশ্চিত আপনি গুগল এডসেন্স পাবেন।

তো আজ আমি এখানেই শেষ করছি।

ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামুয়ালাইকুম।

Load comments