আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আপনাদের অনেকের হয়তো একটা সমস্যা হয়। সমস্যা টি হলো প্লে স্টোর থেকে কোনো এপ ইনস্টল দিতে গিয়ে বারবার লোড হয়।
আপনারা যদি কোনো এপের ফাইল ডাউনলোড করে রাখেন তবে সেই এপ ইনস্টল করার সময় আর প্লে স্টোরে যেতে হবে না।
তাই আজ আমি আপনাদের শেখাব কিভাবে প্লে স্টোরের যেকোনো এপ এর ফাইল সরাসরি ডাউনলোড করবেন।
আপনারা প্রথমে প্লে স্টোর এপ এর ভিতর ঢুকুন। তারপর কোন একটি এপ সিলেক্ট করে এপ এর ভিতর ঢুকুন।
এরপর এপটির মেনু আইকনে ক্লিক করুন।
তারপর Share এ ক্লিক করুন।
এরপর Copy to clipboard এ ক্লিক করে কপি করে নিন।
এরপর এখানে ক্লিক করুন। দেখতে পাবেন আপনার সামনে একটা ওয়েব সাইট চলে আসবে।
ডাউনলোড বাটনের পাশে যে ফাঁকা ঘর আছে সেখানে কপি করা লিংকটা পেস্ট করে দিন। তারপর ডাউনলোড এ ক্লিক করুন।
আপনি যে এপ এর লিঙ্ক পেস্ট করে দিয়েছেন সেই এপের সম্পূর্ণ তথ্য আপনি দেখতে পাবেন।
এখন প্রশ্ন কীভাবে এপ ডাউনলোড করবেন?
কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখতে পাবেন এপের সাইজ সহ ডাউনলোড অপশন যোগ হবে। এপের উপর ক্লিক করলেই এপটি ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শেষ হলে এপটি ইনস্টল করুন।
এভাবে আপনারা প্লে স্টোরের সকল এপের ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। ফলে কোনো এপ আনইনস্টল করলেও পরে আর প্লে স্টোর থেকে ডাটা খরচ করে এপ ইনস্টল করা লাগবে না।
আজ আর নয়। আরও অনেক নতুন নতুন টিপস পেতে আমার এই সাইটের সাথে সবসময় যুক্ত থাকবেন।
আর হ্যা এই সাইটটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই সাবক্রাইব করতে ভুলবেন না। এবং আমার এই সাইট টি আপনার বন্ধুদের অবশ্যই জানাবেন।
আসসালামুয়ালাইকুম