আসসালামুয়ালাইকুম।
আশা করি সবাই ভাল।
আজ আমি আপনাদের শেখাব কিভাবে আপনার ওয়েব সাইটের লিংক গুগলে সাবমিট করবেন।
প্রথমে আপনারা এখানে ক্লিক করে লিংকে ঢুকুন।
তারপর স্কিনের ডান দিকে মেনু আইকনে ক্লিক করুন।
তারপর Free Submission এ ক্লিক করুন।
তারপর আপনার ওয়েব সাইটের লিংক ও আপনার ইমেইল এড্রেস দিয়ে Proced এ ক্লিক করুন।
তারপর আপনাকে একটা প্লান সেট করতে হবে। আপনি Free plan টি choose করুন।

তারপর আপনার ইমেইল এড্রেসে কনফার্মেশন মেইল আসবে।
Confirm your submission এ ক্লিক করুন এবং ওপেন করুন।
ব্যাস, আপনার কাজ শেষ। আপনার ওয়েব সাইট গুগলে সাবমিট হয়ে গেছে।
আজ আর নয়।
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন প্লিজ
আসসালামুয়ালাইকুম।