আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের শেখাব কিভাবে,কী করলে আপনার ওয়েব সাইটের লিংক ফেসবুক আর ব্লক করে দিবে না।
অনেকেরই ওয়েবসাইটের ডোমেইন ফেসবুক থেকে ব্লক হয়ে যাচ্ছে, এবং এর কারণে তারা তাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ফেসবুকে শেয়ার করতে পারছে না । ফেসবুক কিছু কারণে ডোমেইন ব্লক করে ।
XYZ ডোমেইন ও আরো কম মানের ডোমেইন গুলো ফেসবুক খুব শিগ্রয় ব্লক করে দেই, অনেক সময় দেখা যায় কোনো কারণ ছারাই এখনো কেনা হয়নি এমন ডোমেইন ও ফেসবুক ব্লক করে রেখেছে । আমার জানামতে .COM, .NET, .ORG ইত্যাদি এসকল ডোমেইন গুলো খুব কম ব্লক করে ফেসবুক ।
ফ্রি ডোমেইন সঙ্গে সঙ্গে ব্লক করে দেই ফেসবুক .TK, .ML ,GA ইত্যাদি এসকল ডোমেইন গুলো ব্যবহার করে দেখুন খুব অল্প সময়ের মধ্যেই ডোমেইন ব্লক হবে ।
অনেক সময় সাবডোমেইনের জন্য মেইন ডোমেইন ব্লক হয়, সাবডোমেইন যতো কম পারা যায় ততোই শেয়ার না করা ভালো ।
খারাপ কোনো কন্টেন্ট এর লিঙ্ক ফেসবুকে শেয়ার করলে ফেসবুক থেকে ঐ ডোমেইনটি ব্লক হয়ে যাবে , (Facbook Hack, adult 18+ video, Hacking tips ) ইত্যাদি এসকল কন্টেন্ট লিঙ্ক বা কন্টেন্ট সাইটে থাকলে ডোমেইন ব্লক করে ।
অনেক সময় অতিরিক্ত মাত্রায় ডোমেইন লিঙ্ক শেয়ার করার জন্য ও ওয়েবসাইট লিঙ্কটি ব্লক করা হয় । আমার জানামতে আমার অভিজ্ঞতা থেকে এই কয়টি বিষয়ের কথা বললাম, আরো অনেক কারণেও ফেসবুক থেকে ডোমেইন ব্লক করে থাকে । তবে আমার বলা এই কারণ গুলোর জন্য ডোমেইন বেশি ব্লক হয়, এগুলো মেনে চলতে পারলে আপনার ডোমেইন ফেসবুক থেকে ব্লক হওয়ার সম্ভাবনা অনেক কম ।
আপনার ডোমেইন যদি ফেসবুক থেকে এখনো ব্লক না হয় তাহলে আমার দেওয়া এই ছোট্ট টিপ্সটি কাজে লাগান আশা করি ভবিৎতে আপনার ডোমেইনটি আর ব্লক হবে না , আপনারা অনেকেই হয়তো ওয়েবসাইট এস,ই,ও এর কথা শুনেছেন ?
ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে শো করানোর জন্য এস,ই,ও করতে হয়, আর আপনি আপনার ওয়েবসাইট্টি যেসকল সার্চ ইঞ্জিনে শো করাতে চান সেসব সার্চ ইঞ্জিনে ওয়েব মাস্টার টুল নামে একটা আলাদা জায়গা থাকে সেখানে ডোমেইন এড করলে ঐ সার্চ ইঞ্জিন আপনার সাইটকে ইন্ডেক্স করা শুরু করবে । ঠিক তেমনি ফেসবুক এর একটা ওয়েব মাস্টার টুলস নামক আলাদা স্থান আছে আর আমরা আমাদের ডোমেইন সেখানে যোগ করব, আর এর ফলে আমাদের ডোমেইন্টি ফেসবুক ব্লক করবে না ভুল-বশত কোনো কারণে হয়তো ব্লক করতেও পারে ।
ফেসবুক ওয়েব মাস্টার টুলস এ ডোমেইন ভেরিফাই করার জন্য নিচের লিঙ্কে প্রবেশ করুন ।
উপরে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন, আপনাকে ফেসবুকের ওয়েব মাস্টার টুলস এর পেজে নিয়ে যাওয়া হবে , এরপর… উপরে যেই স্ক্রিনসুট্টি দেখতে পারছেন আপনার ঠিক এরকম না ও আস্তে পারে, যেরকমই আসুক না কেনো আপনার ফেসবুক আইডি লগিন করে নিলে ঠিক উপরের মতো চলে আসবে, সেখান থেকে Verify Domain এ ক্লিক করুন ।

এবার এটা Add বাটনে ক্লিক করুন ।
এবার আপনার ডোমেইন নেমটি বসিয়ে Add Domain এ ক্লিক করে দিন ।
ব্যাস কাজ এটুকুই আপনার ডোমেইনটি যুক্ত হয়ে গেছে , ওরা একটি কোড দেবে সেই কোডটা আপনার ওয়েবসাইটের হেডারে বসিয়ে দিন তারপর ভেরিফাই now-এ ক্লিক করুন তাহলেই আপনার ডোমেইন টি ভেরিফাই হয়ে যাবে। এখন ডমেইনটি সল্প মাত্রাই ভালো জিনিস শেয়ার করুন ফেসবুকে খারাপ কোনো কন্টেন্ট না দেওয়ায় ভালো ।
আজ এই পর্যন্তই থাক
ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামুয়ালাইকুম।